লিডস টেস্টের দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়াল ভারত। শার্দুল ঠাকুরের পরপর দু'বলে দুটি উইকেটে ম্যাচে ফিরেছে টিম ইন্ডিয়া। তবে জয় থেকে ইংল্য়ান্ড আর মাত্র ১০২ রান দূরে। বেন স্টোকসদের হাতে এখনও ৬টি উইকেট। ক্রিজে আছেন জো রুট (১৪) ও স্টোকস (১৩)। এরপর নামবেন উইকেটকিপার ব্য়াটর জিমি স্মিথ, অলরাউন্ডার ক্রিস ওকস।
...