১১৮ রানে ৮২ রান করে যখন যশস্বী শতকের দিকে এগিয়ে তখন বিরাটের সাথে মিসকমিউনিকেশনে রান আউট হয়ে যান। এরপর আধ ঘণ্টা আগেই নাইটওয়্যাচম্যান হিসেবে আকাশদীপকে পাঠান রোহিত। কাল ব্যাটিং করতে আসবেন জাদেজা (৪*) এবং পন্থ (৬*)। ভারতের স্কোর-১৬৪/৫, পিছিয়ে ৩১০ রানে। আশা করা যায় তারা ফলো অন বাঁচাতে সক্ষম হবে।
...