গতকালই রউফ তার ভক্তদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য একটি ছবিও পোস্ট করেছেন তার ছেলের। সেখানে জানা যায় তার ছেলের নাম রাখা হয়েছে মহম্মদ মুস্তাফা হারিস। বাবা হওয়ায় রউফকে সেই ছবিতে অভিনন্দন জানান শাদাব খান (Shadab Khan) এবং শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)
...