জ্যাক ক্রলি (Zak Crawley) ক্রিজে সেট হয়ে ৪৯ বলে ২২ রান করলেও নীতীশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) বলে আউট হয়ে যান। ইংল্যান্ডের দলের চতুর্থ বড় ধাক্কা হলেন হ্যারি ব্রুক (Harry Brook) ২৩ রান করে আকাশ দীপের (Akash Deep) খেলার শিকার হন। ইংল্যান্ডের দলের স্কোর ৮৭/৪
...