দলীপ ট্রফিতে ভারত 'এ' এবং ভারত 'ডি'-এর মধ্যে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৩৭ রান করে তিনিও আউট হলে শেষ দিকে অলরাউন্ডার শামস মুলানি ইনিংসের হাল ধরে হাফ সেঞ্চুরি করে দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যান অন্যদিকে, ভারত 'সি' বনাম ভারত 'বি'-এর ম্যাচে কিষাণ অসাধারণ দক্ষতা প্রদর্শন করে মাত্র ১২১ বলে ১৪টি চার এবং ২টি ছক্কা মেরে অনায়াসে সেঞ্চুরি করেন
...