২০২১ সালের পর ভারত ফের ফিরেছে তাদের ঐতিহাসিক জয়ের দৃশ্যপট গাব্বায়। সেবার ৩৩ বছরের মধ্যে ব্রিসবেনে প্রথম সফরকারী দল হিসেবে টেস্ট জয়ের কীর্তি গড়ে এশিয়ান জায়ান্টরা। ১৯৪৭ সালে গাব্বায় প্রথম ম্যাচের পর থেকে ভারত সাতটি টেস্ট খেলেছে। আজ অশ্বিন ও হর্ষিতের জায়গায় জাদেজা ও আকাশ।
...