টিভি, মোবাইল, ইন্ডাকশন বা যে কোনও ধরনের ডিভাইস চার্জ থেকে খুলে নিলেও, প্লাগ যদি লাগানো থাকে, তাতে যে বিদ্যুৎ খরচ হয়, তাকেই ভ্যাম্পায়ার এনার্জি লস বলে। পরীক্ষায় জানা গিয়েছে, চার্জ না দিয়ে মোবাইলের চার্জার যদি ইলেকট্রিক বোর্ডে সংযুক্ত থাকে,তাহলে ০.২৬ ওয়াটট বিদ্যুর অপচয় হয়।
...