⚡ভোগালী বিহু বা মাঘ বিহু প্রত্যেক বছর মাঘ মাসে পালন করা হয়
By Indranil Mukherjee
নিয়মানুসারে পৌষ সংক্রান্তির দিনের বিকেল বেলায়,যেটি উরুকা নামেও সুপরিচিত, যুবকেরা নদীর তীরে মাঠে উৎপাদিত শস্যের খড় সাজিয়ে ভেলাঘর নামক কুটির নির্মাণ করে থাকেন এবং তা দিয়ে রাত্রে মেজি নামক আগুন জ্বালিয়ে এই মাঘ বিহু উৎসব পালন করেন।