হিন্দু রীতি অনুযায়ী, পঞ্চমীর দিনই সন্ধ্যায় দেবীর আগমনী মন্ত্র অণুরণিত হয় ৷ এরপরেই শুরু হয়ে যায় ষষ্ঠীর পুজো ৷ ষষ্ঠীর দিন মা দুর্গার বোধন শুরু হয় আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে ৷ তারপর একে একে আসে সপ্তমীতে নবপত্রিকা স্নান, অষ্টমীতে পুষ্পাঞ্জলি, নবমীর সন্ধিপুজো, আর দশমীতে দেবীর নিরঞ্জন ।
...