মনে করা হয়, কার্তিক পূর্ণিমায় যদি কিছু দান করেন, তাহলে তার পূণ্য আপনি পাবেন। কার্তিক পূর্ণিমায় যদি কোনও দান করেন, তার ফল স্বরূপ দ্বিগুন ফলাফল আপনি পাবেন। এই দিনে কিছু দান করলে, ঈশ্বর প্রসন্ন হন বলে মনে করা হয়। জীবনে সুখ, সমৃদ্ধি যেমন লাভ হয়, তেমনি ভগবান সুপ্রসন্ন হন বলেও মনে করা হয়।
...