কথিত আছে, রাজা দুষ্মন্ত যখন শকুন্তলাকে বিয়ে করেন, অন্য রানিরা তাঁদের সেই সুখ ভাল চোখে দেখেননি। তাই প্রত্যেকবার যখন শকুন্তলা সন্তানের জন্ম দিতেন, অন্য রানিরা তাঁকে জানাতেন তিনি কাঠের ঘোড়ার জন্ম দিয়েছেন। শকুন্তলার গর্ভ থেকে কাঠের ঘোড়া বেরিয়েছে শুনে রেগে যেতে শুরু করেন রাজ দুষ্মন্ত।
...