স্বামীর হাতে ধরা পড়তেই গোপালী দেবী রণমূর্তি ধারণ করে। এরপর গোপালী দেবী এবং দীনদয়াল একযোগে লোহার রড দিয়ে পিটিয়ে, শ্বাসরোধ করে ধনদয়ালকে খুন করে। স্বামীকে খুনের পর তাঁরে দেহ প্লাস্টিকের ব্যাগে ভরে তা জ্বালিয়ে দেয় গোপালী দেবী। দীনদয়ালের বাইকে চেপে তারা ধনদয়ালের দেহ জ্বালিয়ে দেয়।
...