ওই কিশোর সংশ্লিষ্ট মহিলার পোষ্যকে দেখে ভয় পাওয়ায়, তিনি ঠেলে বাচ্চাটিকে লিফট থেকে বের করে দেন। শুধু তাই নয়, ওই কিশোরকে এক চড় কষাতেও দেখা যায় নয়ডার মহিলাকে। কুকুরটি যখন শান্ত হয়ে লিফটের ভিতরে বসে থাকে, সেই সময় ওই মহিলা রণরঙ্গিনী মূর্তি নিয়ে কিশোরকে যেমন লিফটের ভিতর থেকে বের করে দেন, তিনি তাকে চড়ও মারেন।
...