By Jayeeta Basu
সুখপালের দেহ হরিদ্বারের শাহপুরের একটি চাষের জমি থেকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর জানা যায়, সুখপালকে শ্বাসরোধের পর হত্যা করা হয়েছে। স্বামীর মৃৃত্যুতে রিতুর ভূমিকায় পুলিশের সন্দেহ হলে, তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়।
...