হাওয়া অফিসের তরফে জানানো হয়, কর্ণাটকের কালাবুর্গিতে তাপমাত্রা ৪২.৮ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি বলে জানানো হয়েছে। ১৮ থেকে ২০ মার্চ পর্যন্ত এই এলাকায় তাপপ্রবাহ চলবে বলে আগেই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়। সেই অনুযায়ী তাপমাত্রা ৪২ ডিগ্রি পার করে যায় বলে খবর।
...