By Subhayan Roy
মাওবাদীদের হাত থেকে বিভিন্ন জঙ্গল এলাকা উদ্ধার করার কাজ এখনও অব্যাহত রয়েছে। তেলেঙ্গানা, মহারাষ্ট্রের একাধিক মাও অধ্যুষিত এলাকার ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী দখল করে নিয়েছে, তবে এথনও ছত্তিশগড়ের একাংশ নকশালবাদীদের কবলে।
...