যেখানে উমরি বেগমগঞ্জে এক কিশোর গরু, মহিষ স্নান করাতে নদীর পাড়ে নিয়ে যায়। ঘাগরা নদীর পাড়ে মহিষ স্নান করানোর জন্য নিয়ে যায় ওই কিশোর। নদীর পাড় থেকে কয়েক ফুট মাত্র দূরে দাঁড়িয়ে নিজেদের গরু, মহিষ স্নান করানোর কাজ শুরু করে ওই কিশোর। তার মাঝেই ঘটে যায় ভয়াবহ ঘটনা।
...