⚡চামোলি জেলার মানা গ্রামের তুষারপাতে মৃত ৮ , উদ্ধারকরা হল বাকি ৪৬ জনকে
By Indranil Mukherjee
ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে যে শুক্রবার মোলি জেলায় বদ্রীনাথের কাছে মানা গ্রামে তুষারধসে মোট ৫৪ জন শ্রমিকের চাপা পড়ার খবর মেলে। এরপরেই সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে সেনা বাহিনী। আপাতত এই উদ্ধার অভিযান শেষ হয়েছে।