কংগ্রেস বিধায়ক পারগত সিংও কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন। পারগত সিং বলেন, পাঞ্জাবে যেভাবে বার বার অভিবাসীদের নিয়ে মার্কিন বিমান নামছে, তা অনভিপ্রেত। কেন ভারতীয় ভর্তি বিমানগুলিকে অন্য কোনও রাজ্যে নামানো হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস বিধায়ক।
...