By Jayeeta Basu
গত ১৭ জানুয়ারি থেকে রঙ্গরেড্ডির মীরপুরে বসবাসকারী মাধবীর কোনও খোঁজ মিলছিল না। মাধবীর মা শুভাম্মা মেয়ের খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হন। তিনি জানান, গত ১৫ বছর আগে গুরুমূর্তি নামে এক সেনা কর্মীর সঙ্গে তিনি মেয়ের বিয়ে দেন।
...