নিকিতার কথায়, আত্মহত্যার কয়েক ঘণ্টা আগে মানবের মানসিক পরিস্থিতি নিয়ে তিনি ননদকে জানান। এমনকী হোয়াটস অ্যাপে মেসেজও করেন। কিন্তু মানবের দিদি তাঁর কোনও কথাই শোনেনি। এমনকী তাঁর ভাই কিছু করবেন না। তাই নিকিতা নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ুন বলে মানবের দিদি তাঁকে আশ্বাস দেন।
...