সচিন নাগপুরে জানান, তিনি প্রতিদিন সকালে কোনও না কোনও গাছের ডাল দিয়ে দাঁত পরিষ্কার করেন। নিম থেকে জাম ডাল কিংবা আম গাছের ডাল, বন বাদাড়ের বিভিন্ন গাছ থেকে ডাল তুলে নিয়ে সচিন প্রত্যেকদিন সকালে দাঁত মাজেন বলে জানান। সেই কারণেই কি সচিনকে কামড়ানোর পর সাপটি মরে যায়, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
...