উত্তরপূর্বের এই রাজ্যে যে খোলাখুলি যৌনতা বিক্রি করা হচ্ছে বিউটি পার্লারের নাম করে, তা কার্যত স্পষ্ট। বিনিতা দাস, বিক্রিম ঠাকুর এবং সামসুল হক নামে যে ৩ জনকে আটক করা হয়েছে, তাদের জেরা করছে পুলিশ। ধৃতদের হাত ধরে আর কোনও এই ধরনের স্যাঁলো চালানো হয় কি না, সে বিষয়ে পুলিশ খোঁজ খবর শুরু করেছে।
...