বিহারের উন্নয়নের প্রতীকে বড় ধাক্কা। ক'দিন আগে পটনায় উদ্বোধন হওয়া ৪২২ কোটি টাকা খরচে তৈরি দ্বিতল উড়ালপুল বা ফ্লাইওভারে ধস দেখা গেল। দিন পাঁচেকের বৃষ্টিতে দ্বিতল এই উড়ালপুলে একাংশে বেহাল হয়ে পড়ল। সোশ্যাল মিডিয়ায় এই উড়ালপুল ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় বিজেপি সমর্থিত এনডিএ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের।
...