⚡যৌথ সংসদীয় কমিটিতে 'এক দেশ এক ভোট' সংক্রান্ত বিলগুলো আজ পাঠাবে কেন্দ্র সরকার
By Indranil Mukherjee
বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও সরকার পক্ষে বেশি ভোট পড়ায় গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সংসদে পেশ হয়েছে ‘এক দেশ, এক ভোট’ বিল। যদিও এখনই বিল পাশ করানো পথে না হেঁটে তা পাঠানো হচ্ছে সংসদের যৌথ কমিটিতে (জেপিসি)। এদিকে শুক্রবার শেষ হচ্ছে শীতকালীন অধিবেশন।