টেনিস বিশ্বে এখন ভাইরাল রুশ টেনিস তারকা ড্যানিল মেদভেদেভের একটি ভিডিও। যাতে দেখা যাচ্ছে, মেদভেদেভ কোনও একটি বিষয় নিয়ে ম্য়াচের চেয়ার আম্পয়ারের সঙ্গে বাদানুবাদ করছেন। তারপরই দেখা যায়, মেজাজ হারিয়ে ম্যাচের প্রধান আম্পয়ারকে রেগে মাটিতে ফেলে দিচ্ছেন বদমেজাজি হিসাবে পরিচিত মেদভেদেভ।
...