By Jayeeta Basu
ওষুধের দোকান থেকে ঘুমের ওষুধ কিনলে যাতে কারও সন্দেহ না হয়, তার জন্যও ফাঁদ পাতে মুসকান। গত ২২ ফেব্রুয়ারি মুসকান এক চিকিৎসকের কাছে যায়। সেখানে গিয়ে সে সেই চিকিৎসককে নিজের মানসিক অবসাদের কথা বলে এবং ঘুমের ওষুধের প্রেসক্রিপশন লিখিয়ে আনে।
...