গত ২৪ ঘণ্টায় বজ্রপাতের অভিশাপ নেমে এল দেশের বুকে। ঝড়ৃবৃষ্টির মাঝে গত একদিনে দেশের পাঁচটি রাজ্য মিলিয়ে কমপক্ষে ২৫ জন মানুষ বজ্রপাতের কারণে প্রাণ হারালেন। উত্তরপ্রদেশ, গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র এবং হিমাচলপ্রদেশে বৃষ্টির মাঝে বজ্রপাতে বহু মানুষ মারা গেলেন ও জখম হলেন।
...