পুলিসের কথায়, দোকানে কর্মীদের কথায় যদি কোনও ধরনের অসংলগ্নতা চোখে পড়ে, তাহলে কড়া পদক্ষেপ করা হবে। এমনকী ওই ওষুধের দোকানের লাইসেন্সও বাতিল করা হতে পারে। কী ধরনের প্রেসক্রিপশনের উপর নির্ভর করে ঊষা মেডিকেল স্টোর মুসকানকে কড়া ডোজ়ের ওষুধ বিক্রি করে, সে বিষয়ে সমস্ত ধরনের খঁজ খবর চালানোর চেষ্টা পুলিশ করছে বলে খবর।
...