বাঁকে বিহারী মন্দিরে যে গণ্ডগোল শুরু হয়, তার একাধিক ভিডিয়ো সামনে আসতে শুরু করে। যেখানে স্পষ্ট দেখা যায়, মন্দিরের এক পুরোহিত দর্শনার্থীদের বেশ কয়েকজনের পিছন থেকে মাথায় কিল,চড়, ঘুঁষি মারতে শুরু করেন। নির্মমভালে তাঁদের পেটানো হয়। এমন ছবি ভিডিয়োতে উঠে আসে।
...