ইস্ট সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ কর্মকর্তা সরস্বতী চন্দ্র জানান- সকাল ১১টা ৮ মিনিটে ট্রেনটি যখন বক্সার জেলায় ঢোকে, সেই সময় তুরিগঞ্জ এবং রঘুনাথপুর স্টেশনের মাঝে ট্রেনের কাপলিং ছিঁড়ে যায়। ফলে ইঞ্জিনের সঙ্গে থাকা কিছু বগি ট্রেনেরর পিছনের দিকের বগি থেকে আলাদা হয়ে যায়।
...