⚡'যাঁরা ৪০০ পারের কথা বলছেন, তাঁরা ৪০০ আসনই হারাবেন'
By Jayeeta Basu
কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণের সুরে অখিলেশ বলেন, গত ১০ বছর ধরে এক নাগাড়ে ওই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে। কৃষকদের দ্বিগুন রোজগারের কথা ওরা বলেছে কিন্তু তা হয়নি। উলটে কৃষক ঠকে গিয়েছেন বলে কটাক্ষ করেন অখিলেশ।