পুলিশের জেরার সামনে এরপর ভেঙে পড়ে করিশ্মা বাঘেল। সন্তান গর্ভে আসার পর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে তার জন্ম এবং পরে পোস্টপার্টম, সবকিছু মিলিয়ে করিশ্মার বিরক্তি আসে। শনিবার যখন তার ছেলে কাঁদতে শুরু করে, সেই সময় করিশ্মা তাকে জলের ট্যাঙ্কে ডুবিয়ে হত্যা করে বলে পুলিশ সূত্রে খবর।
...