বিষ্ণুজার বাবার কথায়, মেয়ে তাঁকে বা পরিবরের কাউকে কোনওদিন প্রবীণের অত্যাচারের বিষয়ে জানতে দেননি। বিষ্ণুজা খুব রোগা ছিল। ফলে প্রবীণ প্রায়ই তাঁকে মানসিকভাবে অত্যাচার করত। বিষ্ণুজা বারবার পরীক্ষা দিয়েও কোনও চাকরি পাননি। ফলে প্রবীণের অত্যাচার আরও বেড়ে যায়।
...