যে সুইসাইড নোট পুলিশ উদ্ধার করে, সেখানে রামিস এবং তার মায়ের বিরুদ্ধে অভিযোগ লিখে রেখে যান সোনা। তিনি জানান, রামিসের চাপে তিনি ধর্মান্তরিত হবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তা পালটে ফেলেন পরে। এরপরই রামিস এবং তার মা সোনাকে নানাভাবে অত্যাচার করত মানসিক এবং শারীরিভাবে। পরিবার নিয়ে কুকথা বলা হত। সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান সোনা এলডোস।
...