By Jayeeta Basu
গৌতম আদানি স্পষ্ট জানান, ছেলের বিয়ে হবে ঐতিহ্যবাহী, চিরাচরিত রীতি মেনে। গৌতম আদানি আরও জানান, তাঁরা অত্যন্ত সাধারণভাবে বসবাস করেন। তাই ছেলের বিয়েও হবে অত্যন্ত সাধারণভাবেই। সেখানে কোনও চাকচিক্য থাকবে না বলেই জানান গৌতম আদানি।
...