বন্দিপোরা থেকে যে ৪ জনকে পুলিশ পাকড়াও করেছে, তাদের কাছ থেকে একাধিক তথ্য় জোগাড় করা হয়েছে। তারা কাদের হয়ে কাজ করত, সে বিষয়েও জোরদার খোঁজ শুরু করেছে পুলিশ। জঙ্গিদের সঙ্গে সরাসরি হাত মিলিয়ে লস্করের এই সদস্যরা পুলিশ এবং পর্যটকের উপর হামলার পরিকল্পনা করত।
...