জামনগর থেকে ১২ কিলোমিটার দূরে সুভদ্রা গ্রামে বায়ুসেনার চপারটি ভেঙে পড়ে। কার্যত জ্বলন্ত অবস্থায় সেটি ভেঙে পড়ে মাটিতে। চপার ভেঙে পড়তেই স্থানীয়রা সেখানে হাজির হন এবং মনোজ কুমার সিংকে তড়িঘড়ি বাঁচিয়ে নিয়ে যান। তবে সিদ্ধার্থ যাদবকে রক্ষা করা যয়ানি। চপারের আগুনেই দগ্ধ হয়ে যান তিনি।
...