কাটরা থেকে বারামুলার ট্রেন–পথ ২৪৬ কিলোমিটার দীর্ঘ। সাধারণত এই দূরত্ব বাসে যেতে ১০ ঘণ্টা সময় লাগে। সেই দূরত্ব বন্দে ভারত পার করিয়ে দেবে মাত্র সাড়ে তিন ঘণ্টায়। মন্ত্রক বলেছে যে নবনির্মিত জম্মু বিভাগে ১১১ কিলোমিটার বানিহাল-কাটরা সেকশনের চূড়ান্ত নিরাপত্তা পরিদর্শনও শুরু হয়েছে এবং এই বছরের শেষের দিকে ট্রেন চালানোর আশা করছে রেল মন্ত্রক।
...