মাঝ আকাশে বড় বিপত্তির মাঝে পড়ল ইন্ডিগোর বিমান। ইথিওপিয়ার সক্রিয় আগ্নেয়গিরি থেকে নির্গত আগ্নেয়ছাইয়ের জেরে সোমবার আন্তর্জাতিক রুটে চলা ইন্ডিগো বিমানকে মাঝপথেই অন্যত্র অবতরণ করাতে হল। ইন্ডিগো ফ্লাইট 6E 1433, কেরলের কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে (AUH) যাওয়ার পথে মাঝ আকাশে বড় সমস্যায় পড়ে।
...