⚡ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো-র নতুন চেয়ারম্যান পদে ভি নারায়াণানকে নিযুক্ত করলেন কেন্দ্রীয় সরকার
By Indranil Mukherjee
খড়্গপুর আইআইটি থেকেই অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিইচডি করেন নারারণ। পিএইচডি শেষ করে তিনি যোগ দেন ইসরোতে। ১৯৮৪ সালে রকেট এবং মহাকাশ প্রপালশন বিশেষজ্ঞ হিসাবে ভারতীয় মহাকাশ সংস্থায় যোগ দেন নারায়ণ।