হরপ্রীতের কথায়, কানাডিয়ান ভিসার আবেদন করেছিলেন কিন্তু পাননি। ফলে দিল্লিতে কয়েকদিন কাটান হরপ্রীত। দিল্লি থেকে আবু ধাবি রওনা দেন হরপ্রীত। তবে আবু ধাবি থেকে আর বিমানে উঠতে পারেননি। ফলে ফের তাঁকে দিল্লিতে ফিরতে হয়। এরপর উপায়ন্তর না দেখে ইজিপ্টের কায়রোর বিমান ধরেন।
...