মুনির খান নামে এক ব্যক্তির বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছে নামপল্লীর ওই বাসস্থান। মুনির খানের ১০ সন্তান। তার মধ্যে চতুর্থ সন্তান হিসেবে যিনি ছিলেন, তিনিই নামপল্লীর ওই বাড়িতে বসবাস করতেন। মুনির খানের চতুর্থ ছেলে ওই বাড়িতে একা থাকতেন এবং তিনি মানসিকভাবে তেমন সুস্থ ছিলেন না বলে খবর মিলছে। গত কয়েক বছর আগে মুনির খানের চতুর্থ সন্তানের মৃত্যু হয়। তাঁর দেহই কি ওই পরিত্যক্ত বাড়ির মেঝেতে কঙ্কাল হয়ে গড়াগড়ি খাচ্ছে, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
...