By Jayeeta Basu
সিয়াতির বাসিন্দা নরেন্দ্র জানান, তাঁদের বাড়ির দ্বিতীয় তলায় কুকুরটি ছিল। হঠাৎ করে সে প্রবল ডাকাডাকি শুরু করে। পোষ্যর ডাকে তিনি সেখানে গেলে দেখতে পান, প্রবল বৃষ্টিতে তাঁদের বাড়ির একটি অংশ ফেটে গিয়েছে।
...