By Jayeeta Basu
অনিল ভিজ বলেন, বিজেপি যে হরিয়ানায় ভাল ফল করবে, তা আগে থেকে জানা ছিল। এতে তাঁরা আশ্চর্য হননি। হরিয়ানায় বিজেপি সরকার গঠন করবে একেবারে নিজের বলে বলীয়ান হয়ে বলে মন্তব্য করেন আম্বালা ক্যান্ট-এর এই নেতা।
...