By Aishwarya Purkait
বাড়ির ভিতর থেকে মোট ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তাঁর মধ্যে চারজন ঝলসে মারা গিয়েছেন। মৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা (৩২), এবং ৪, ৫ ও ৭ বছরের তিন শিশু।