⚡কোটায় রাসায়নিক কারখানা থেকে ঝাঁঝালো অ্যামোনিয়া গ্যাস লিক করে অসুস্থ বহু পড়ুয়া
By Aishwarya Purkait
সকাল ১১টার দিকে গ্যাস লিকের ঘটনাটি ঘটে। অ্যামোনিয়া গ্যাস ছাড়িয়ে পড়তে শুরু করে সর্বত্র। কারখানার একদম কাছেই অবস্থিত ওই উচ্চ মাধ্যমিক স্কুলটি। ঝাঁঝালো অ্যামোনিয়া গ্যাসের গন্ধে শ্বাসকষ্ট শুরু হয় পড়ুয়াদের।