হুব্বালিতে বছর তিনের এক শিশুর উপর ঝাঁপিয়ে পড়ে রাস্তার কুকুর। যা অত্যন্ত মর্মান্তিক। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৩ বছরের ওই শিশুর গলায়, কাধে, মুখে কামড় বসায় রাস্তার কুকুর। তাকে টেনে নিয়ে রাস্তার পাশে চলে যায়। অত্যন্ত আশঙ্কাজনক ্বস্থায় এরপর ওই শিশুকে ভর্তি করা হয় হাসপাতালে।
...