গত ৩ সেপ্টেম্বর দীনেশ যখন স্ত্রী, কন্যার সঙ্গে ঘরে ঘুমোচ্ছিলেন, সেই সময় দুর্ঘটনা ঘটে যায়। রাত ৩.১৫ নাগাদ দীনেশ সারা শরীরে ব্যাথা, যন্ত্রণা অনুভব করেন। সেই সঙ্গে জ্বালা। চোখ খুলে দীনেশ দেখতে পান, স্ত্রী তাঁর সামনে দাঁড়িয়ে তাঁর উপর গরম তেল ছুঁড়ে দেয়। এরপর পোড়া জায়গার উপর লঙ্কার গুড়ো ছুঁড়ে দিতে দেখা যায় দীনেশের স্ত্রীকে।
...