⚡নির্বাচন এবং দল মেয়ের জীবন কেড়েছে, অভিযোগ হিমানির মেয়ের
By Aishwarya Purkait
হিমানির মা সবিতা। তাঁর অভিযোগ, রাজনীতি করতে গিয়েই তাঁর মেয়ের প্রাণ গিয়েছে। গত ১০ বছর ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন হিমানি। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হরিয়ানার কংগ্রেস সভাপতি ভূপিন্দর সিং হুডার মেয়ে আশা হুডার ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত।